যদি কখনো কোনোদিন সুপথ হারাই
মনের খেয়ালে আধারের পথে মাড়াই
দূরে ঠেলে দিও না তুমি ওগো বন্ধু
তোমার থেকে বল আর কত দূরে যাই?


দুনিয়ার চানক্যে যদি লোভে পড়ি
অযুত আহরণে দেই গড়াগড়ি
কাছে টেনে নিও তুমি ওগো বন্ধু
তোমার মত প্রিয় বল আর কারে পাই?


পথের মালিক তুমি সুপথ দেখাও
সরল পথে তুমি চলতে শেখাও
যে পথে চলেছে তোমার সব প্রিয়জন
যাদের দিয়েছ নেয়ামত অগণন।


মনের কালিমা যত দাও তুমি মুছে দাও
আলোয় আলোয় তুমি এ মন ভরে দাও
তোমার ভালবাসা চাই ওগো বন্ধু
ভালবেসে তোমার কাছে দিওগো ঠাই।