নেতা যদি ডানে বলে আরেকজন বামে
হয় নি মিল কোনো কালে দুজনের কামে।
একজনে বসে গেলে আরেকজন দাঁড়ায়
কথার বাণে সবে চায় কে কাহারে হারায়।


বক্তৃতা বিবৃতিতে শুধু হাক ডাক চলে
যায় না ত বুঝা কভু সত্য কে বলে।
দুজনের কথা শুনে লোকে দেয় গালি
কিছু আছে বাহবায় দেয় হাত তালি।


একজনে তালি দিলে আরেকজনে ফাল
পুরাতনে কেউ র'লে অপর ডিজিটাল।
এনালগ ডিজিটালে সদা মার মার কাট
বাঘ হরিণের মত কভু মিলে না এক ঘাট।


সেদিনে আচানক দেখি দুজনের কথা
মিলে গেছে এক ঘাটে এক হয়ে যথা।
একজনে গালি দিলো অপর গায় মাখে
একে অপরের মান বুঝি এভাবেই রাখে।