এই এসোনা একটু এসে কাছে বসো
যেমন করে দাঁড়িয়ে ছিলে গা'টা ঘেসে
প্রথম যেদিন লোকাল বাসের হাতল ধরে
হেলে-দুলে ছুটছিল বাস কলেজ মুখে।


এই শোনোনা একটি কথা বলি আবার
কান দিয়ে নয়, নয়ত তাহা মুখের ভাষা
যেমনি করে মনের সাথে বলছ কথা
বসিয়ে মনের সিংহাসনে রাজ্য দিয়ে।


এই পড়ে নাও প্রেমের চিঠি নতুন করে
কলম কালির আছড়ে পড়া বিরহ নয়
চোখের পাতায় চোখটি রেখে সেদিন যেমন
গেঁথেছিলে প্রেমের কাব্য দোয়ার খুলে।


এই চলোনা দু'জন মিলে মেঠো পথে
চাঁদের দেশে হেসে হেসে তারায় তারায়
নিঝুম রাতের ছড়িয়ে পড়া জ্যোৎস্না মেখে
হেটে হেটে যাই হারিয়ে স্বপ্ন-সুখে।