ধর হারামি ধর
চাল চোরদের ধর
ধর হারামি ধর রে
চাল চোরদের ধর।
চাল চোরদের ধরে ধরে
চালের বস্তায় ভর।


অসহায়ের মুখের খাবার যারা চুরি করে
ত্রাণের চাল ইচ্ছেমতো ঢুকায় নিজের ঘরে
সেই নরাদম হোক না যেজন, ঝাপটা মেরে ধর।


কেউ ত আছে সমাজ পতি অনেক বড় নেতা
চাল চুরিতে পড়লে ধরা মারো তারে জুতা
সেই নরাদম হোক না যেজন কেন টেনে তার ধর।


ওরা পশু কোনো কালে ছিল না ত মানুষ
সুযোগ পেলে সকল কালে হারায় তাদের হুশ
তাদের ধরে বস্তায় ভরে, জুতাপেটা কর।