মোটাতাজা দেহের সাথে
ঝাকড়া মাথার চুল
চিনতে তাঁকে এক নামে যে
করতো না কেউ ভুল।


সাহস ছিল বুদ্ধি ছিল
গতি ছিল কাজে
দ্বীন কায়েমে ব্রত ছিল
সকাল, দুপুর, সাঝে।


কাপতো ভয়ে বিদ্রোহীজন।
আপনজনের বুকে
তিনি ছিলেন শক্তি সাহস
বন্ধু সুখে দুঃখে।


কন্ঠে ছিল নবীর শ্লোগান
বক্ষে খোদার কালাম
ছাত্র,গণ প্রিয় ছিলেন
অগ্রজ আব্দুস সালাম।