স্বাধীনতা তুমি রাজার ক্ষমতা, প্রজার দুর্ভোগ,
নির্যাতির মানুষের উপহাস
রাতের আঁধারে জীর্ণ কুটিরে সীমাহীন হা-হুতাশ।


স্বাধীনতা তুমি ক্ষুধিতের চোখ,বেদনার বুক
দুঃখীদের হাহাকার
উঁচু দালানে গোপন চালানে নারীর বাঁচাও চিতকার।


স্বাধীনতা তুমি সভা সেমিনার, হলুদ পত্রিকার
মন জোড়ানো হেডলাইন
কোর্ট কাচারিতে জুলুমের ঘা দিতে ভয়ংকর আইন।


স্বাধীনতা তুমি মধ্য রাতের অন্ধ হাতের
যন্ত্র দানবের ভোট
মিথ্যা বুলি, চালিয়ে গুলি, মানুষের অধিকার লোট।


স্বাধীনতা তুমি পুলিশের হাতের লাঠি
যখন তখন জনতার পীঠে বেদড়ক পিটাপিটি।


স্বাধীনতা তুমি বিনে পয়সার তেল
নেতার পায়ে মালিশ করার অভিনব এক খেল।


স্বাধীনতা তুমি রাজার হাতের মোয়া
যে পায় তার ছোয়া
সেই শুধু নাড়ায় চাড়ায় বাদ বাকি সব ভুয়া।


স্বাধীনতা তুমি মন্ত্রী এম পি'র দিনের মসকারা
রাতের আরাম আয়েস
কতিপয়ের পূরণ করা লাম্পট্য খায়েস।


স্বাধীনতা
স্বাধীনতা তুমি কি কেবল স্বপ্ন বাবার চোখে
তুমি কি কেবল আমার মায়ের ধুকধুকানি, বুকে
তুমি কি কেবল আমার ভাইয়ের দুঃস্বপ্নের রাত
তুমি কি কেবল বোনের মাথায় অসহায় দুটো হাত?


স্বাধীনতা তুমি মিথ্যা, মিথ্যা বুলি
মিছিলের শ্লোগান
মিথ্যা ভাষণ, কেবলই শাসন
মিথ্যা আহবান।