শোক র‍্যালিতে শোক নাই
হাসি ঠাট্টা মশকারা
শোক মঞ্চে ঝুমুর ঝুমুর
নাচ গান চলে দিলহারা।

নাটক চলে রাজপথে আজ
হায় মুজিব মাত্তমে
কে কার আগে ডাকবে মুজিব
কে কতটা লং দমে।

ট্যাংকে উঠে নাচছিলো যে
পঁচাত্তরের ঐ দিনে
সবচেয়ে বড় মুজিব প্রেমিক
সবাই তাকে নাও চিনে।

যে বাজাতে চেয়েছিলো
চামড়া দিয়ে ডুগডুগি
আজকের এই শোকের দিনে
সে কেমনে হয় দুঃখী?

শোক যেন নয় সারা দেশে
সবাই মাতে উৎসবে
মিলাদ মাহফিল,গানের মঞ্চ
কেমনে তবে শোক হবে?