তোমরা যারা তৃপ্ত ছিলে মন মনে
ফুর্তিতে গান পার্টি ছিল গোপনে
ভাবতে যারা এই হলো শেষ সবকিছু
ফিস ফিসিয়ে বলতে কথা স্বর নীচু।


আজকে দেখ যাচ্ছে কেটে মেঘ কালো
সম্ভাবনার খুলতেছে দ্বার সুখ-আলো
অন্ধকারের মুখগুলো সব ভাসছে যে
মুছিবতের মহান দিনে হাসছে যে।


তাদের কথা কেমনে ভুলি যে ছিল
রাতগুলো তার টেনশনে পার করছিল
আপন পরের হিসাব কিবা নাই নিলাম
সুখের দিনে সব বিভাজন ছাড় দিলাম।


এসো সবে আবার মিলে আপন হই
সুখে দুঃখে এক কাতারে শামিল রই
দুঃসময়ে কেউ না যেন হই সুখী
সুসময়েও মন না যেন হয় দুঃখী।।