বুকের উপর পরলেই কালো বেজ
কোনোদিন ত হয় না পালন শোক
চেতনায় যদি থাকে না শোকের তেজ
মুখের হাসি ছড়িয়ে দেয় সব সুখ।


কান্নার দিনে গানের আসর বসে
মিউজিক আর নাচের তালে শোক
চোখের পাতা নাড়ায় দারুন জোশে
বিরানীর পানে থাকে সবার চোখ।


মুখটা ত ভাই দেখি না মলিন কারো
মিছিল ছুটে অট্টহাসির রোল
মঞ্চ কাপায়, মঞ্চ নাচায় আরো
অনেকের মুখে মিথ্যা শোকের বোল।


ছবির গায়ে জড়াও ফুলের মালা
মাথা ঠুকাও জোয়ান বুড়ো সবে
কম পড়িলে ভাগে বিরানীর থালা
ছিন্ন মালা, ছবি হয় ফুটো তবে।