তেল দিয়ে তরকারি তেল দিয়ে ভাঁজি
তেল ছাড়া খেতে কেউ হয়না ত রাজি।


আলু,পটল,শীমে আর শুটকির জোলে
মজাদার রান্নার তেলই তার মুলে।


ভোনা গোস্ত্ ,বিরানী, মোরগের রোস্টও
তেল ছাড়া খেয়ে কেউ হয়না ত তুষ্ট।


তেল মেখে শরীরটা সতেজ রাখা যায়
তেলবিহীন চামড়া খসখসে বনে হায়।


চুল সুন্দর রমনীর রহস্যটা যে তেলে
তুলতুলে শিশুরাও হাসে ঠোঁট মেলে।


তেল দিয়ে লেখা যায় গান আর কবিতা
তেলের গুনে হয়ে যান ছকিনাও ববিতা।


তেল দিয়ে পাওয়া যায় পদ আর পদবী
তেলের মহিমায় হয়ে যায় আজ সবই।


তেল দিয়ে কর্মী নেতাটেতা হয়ে যায়
এমপি মন্ত্রীর পায়ে তেল মেরে সবে খায়।


তেল মেরে মেম্বার ভাগে নেয় বরাদ্ধ
চেয়ারম্যানের তেলে হয় গরীবের শ্রাদ্ধ।


উড়োজাহাজ তেলে চলে উড়ে উড়ে আকাশে
মটরযানের তেলে আবার দূষণ ছড়ায় বাতাসে।


সব কাজে তেল ভাল, তবে অতি ভাল নয়
পরিমানে বেশি হলে সমাজের ক্ষতি হয়।