সবকিছু ঠিকঠাক থাকবে আগের মত
থাকব না শুধু এই আমি
সোনা ঝরা দিনগুলো রইবে পিছে পড়ে
আমারই পথ যাবে থামি।
থাকব না শুধু এই আমি।


থেমে যাবে হাসি গান জীবনের কোলাহল
থেমে যাবে মায়া টান এ পথের চলাচল
সুর্যের আলো খেলা থাকবে আগের মত
গোধূলি লগন আমার আসবে নামি।
থাকব না শুধু এই আমি।


এই বাড়ি এই ঘর- সবকিছু হবে পর
দুদিনের এই চরাচরে
প্রেম প্রীতি -ভালবাসা মায়াময় সংসার
সবই ত রবে পিছে পড়ে।


কখন যে ডাক আসে অনন্ত অপারের
কার চোখ জলে ভাসে প্রিয়জন বিরহের
একা শুধু আমি একা চলে যাব
কাছে থেকো তুমি ওগো অন্তর্যামী।