থাক বুকে ওড়না
কভু ওরা চায় না
চায় ওরা খালি বুক দেখতে
আমার কলমখানা
ধরেছে যে বায়না
ওদের কে নিয়ে কিছু লেখতে।


ওরা চায় ওড়না
না থাক মাথাতে
থাক খালি রমনীর দেহটা
পিয়াসী চোখেতে
পারবে যে লুটিতে
সে সুখে দেয় তারা ঘেউ টা।


কুকুরের মত করে
সদাই জিব নাড়ে
সময়ে পাল তুলে ছুটছে
লাজ- শরম নাই
জীবন-বোধ নাই
সময়কে ঠিকমতো লুটছে।


ধিক শত, শত ধিক
তারা নয় মানবিক
মানুষের মত তারা যদিও
অন্যের চাওয়াগুলো
করে নেয় হুলুলুলু
সমাজের হয় যদি ক্ষতিও।