রং তামাশায় মজলিরে মন
বুঝলিনা তোর আসল কাজ
কিসের লাগি মাবুদ মাওলায়
পাঠাইছে দুনিয়ার মাঝ।


এই দুনিয়া ছাড়তে হবে দুদিন আগে পরে
হিসাব সবই দিতে হবে ময়দানে হাশরে
তবু কেন ধরছোরে মন রং বেরংয়ের নানান সাজ।


ভাবছো কভু সৃষ্টি মাঝে তুমিই সেরা কেন?
ফেরেস্তাকুল সেজদা করে নয়তো যেন তেন।


মানুষ হয়ে জন্ম নিয়ে মাবুদকে যাও ভুলে
চালাও জীবন ভ্রান্ত পথে,ঘৃণ্য মত ও রুলে
চাইলে তুমি ধরতে পার আল্লাহতালার রংয়ে সাজ।