নির্ঘুমে রাত হয় না এখন পার
শ্রান্ত চোখে ঘুম এসে দেয় চুম
টাইম মিলেনা তোমাকে ভাবার
এমন কথায় পড়লো বুকে বোম?


ইচ্ছে তোমার সদায় তোমায় ভাবি
অন্তরে থাক শুধুই তোমার বাস
ভাবনা অঢেল মনে হাবিজাবি
(শুধু)তোমায় ভাবার নেই ত অবকাশ।


অন্যে খেলে বুকের চাতাল জুড়ে
বৃষ্টি বাদল হোক না প্রখর খরা
শব্দ বোমায় যাচ্ছে কি বুক পুড়ে?
যতই লুকাও পড়বে ঠিকই ধরা।


কান্না লুকাও হাসির অন্তরালে
ভেতর জ্বলুক ব্যথায় বেদম আহা
ফন্দি আটো যতই বাধবে জালে
বুদ্ধিতে হও মিথ্যাবাদী ডাহা।


মন্দত নয় যাচ্ছি তোমায় ভুলে
ছন্দে সাজাই ব্যথার অস্ত্র বীণ
কথার এ বীণ যখনই সুর তুলে
কাদবে তুমি,শোধবে আমার ঋণ।