সেদিন বলেছিলাম, আমরাই জয় করবো।
অসত্য আর অসুন্দরের পরিবর্তনে আমাদের ভুমিকাই হবে স্রেষ্ঠ আর কল্যাণকর।
কেউ একজন বলেছিল মুখ ভেংচিয়ে
তোমাদের সংখ্যা কত?
কত পারসেন্ট লোক নিয়ে স্বপ্ন দেখ এমন।
বলি, বিপ্লবীরা সংখ্যা গুণে না
পারসেন্টিজের হিসাব কষে আগামীর পথ রচনা করে না।
ঈমানের জোর,বাহুর বল আর কৃষ্ণবর্ণ চোখ
এই ত বিপ্লবীদের প্রধান হাতিয়ার।
বাজারে হাজারো মানুষের ভয়াতুর চোখের সামনেই
মিছিল ছুটে।
কয়জন থাকে সেই মিছিলে?
শুধু সাহসীরাই শ্লোগান ধরে ধুক ধুক বুকের জমিনে।
পৃথিবীর তাবত সুন্দরের সূচনা ত আমরাই করেছি
সত্যের ভিত প্রোথিত করেছি আমাদের রক্তে
মখমলের সিংহাসনে বসে আমাদের ইতিহাস রচিত হয় নি
খেজুর পাতার চাটাইয়ে আমরাই শাসন করেছি অর্ধ দুনিয়া।
আমাদের বিজয়ের সোপান ত মাত্র তিনশো তেরো জনে
সংখ্যা নয়, শুধু ঈমান
ভরসা ত শুধু এক আল্লায়।