তুমি ছিলে, রাতগুলো ছিল মধুময়,
তুমি ছাড়া, দিন শেষে বুকে বাড়ে ভয়!


তুমি ছিলে, অবসরে পাশাপাশি হাঁটা,
তুমি ছাড়া, একা আমি খুব সাদামাটা!


তুমি ছিলে, জানালায় চাঁদ দিত উঁকি,
তুমি ছাড়া, আঁধারে জল ছবি আঁকি!


তুমি ছিলে, কত কথা ফুলঝুড়ি ফোটে,
তুমি ছাড়া, চুপচাপ কথা নাই মোটে!


তুমি ছিলে, বর্ষায় ভিজে ফেরা বাড়ী,
তুমি ছাড়া, ছাতা মেলি খুব তাড়াতাড়ি!


তুমি ছিলে বেলা শেষে দেখা হতো পাখি,
তুমি ছাড়া, বলাকারা দলছুট না-কি!


তুমি ছিলে, জোনাকির মনোরম আলো,
তুমি ছাড়া, পথ ভোলা নীল পাখিগুলো!


তুমি ছিলে, বাসন্তি কোকিলের গান,
তুমি ছাড়া, নিরিবিলি জমা অভিমান!


তুমি ছিলে, লোকাল বাসে যাওয়া হতো বেশ,
তুমি ছাড়া, সেই পথ হয় না আর শেষ!


তুমি ছিলে, ক্যাম্পাসে পাশাপাশি বসা,
তুমি ছাড়া, ভাড়া ঘরে গান গায় মশা!