নাচ-গান দেখবে, খুলে বলো আমারে,
শিল্পীতে ভরপুর কত সুখ আহা রে!
কোলা ব্যাঙ নাচে বেশ, গায়কী নয় মন্দ,
ভদ্রতায় কুনো ব্যাঙ, বাবুদের নন্দ।
রাজ হাঁস প্যাঁক প্যাঁক খোলা পানি পুকুরে,
ঘাটে গিয়ে বসে দেখো কাক ডাকা দুপুরে!
ফাগুনে গায় গান কালো পাখি উদাসী,
‘বউ কথা’ কয় না, বউ তার বিদেশী!
মাছিদের ভন ভন, মুখ রাখো বন্ধ,
কুকুরের ঘেউ ঘেউ, নিয়মিত দ্বন্দ?
রোদ মাখা বৃষ্টিতে গায় মামা শিয়ালে,
প্রাঁণ খুলে শুনে নিও, রোজ এসে বিকালে।