হে পূর্বপূরুষেরা!
তোমরা তোমাদের উত্তরসূরীকে ক্ষমা কর,
যারা ভুলে গেছি তোমাদের স্বপ্নীল সোনার বাংলায়
মাথা উঁচু করে দাড়াবার কথা;


ভুলে গেছি তোমাদের,
আর তোমরা মাঠের সোনালী ফসল
উত্তরসূরীদের গোলায় তুলে দিতে দিয়েছো
নিজের প্রিয় তরতাজা প্রাণ,


আমরা আজ উদিওমান হয়েছি
তোমাদের কঠিন বাহুর,
কঠোর পরিশ্রমে, রক্তবিগলিত জলধারায়;
আর তোমাদের স্বপ্ন, সোনার বাংলার ভষিৎ
চূর্ণবিচূর্ণ করতে বসেছি, সামান্য স্বার্থের টানে।
তোমাদের অক্ষম উত্তরসূরীকে ক্ষমা কর;