আমার আকাশ নীল করেছে,
কোথায় দিব ভাগ,
যখন আমার নীল আকাশে
চাঁদের অনুরাগ।


আমার গলা বেসুরা বেশ
তাই তো কুনো ব্যাঙ,
মিষ্টি একটা গান শুনালেই
ছাড়বো তোমার ঠ্যাঙ।


তোমার গানে ফুটলে হাসি
চাঁদবদনীর ঠোটে,
তবেই তোমায় আটকাবো না
এক দন্ডটি মোটে।


তোমার গুরুর গলা ভালো!
গ্যাংর গ্যাংর গ্যাঙ,
কোলা ব্যাংঙের দোহাই দিয়ে
ছাড়াতে চাও ঠ্যাঙ?


বর্ষা এলে তোমার গুরুর
ঘরে রয় না মন,
তাইতো বলছি, গান গেয়ে নাও
ছুটির নিমন্ত্রণ।


আমি বান্দা নাছোড় ভীষণ
তাও জানোনি মোটে,
একটা ছড়ায় মুগ্ধ হবো
কুনো ব্যাঙে ঠোটে।