ভেবে দেখি একদিন
মাথা রেখে বালিশে,
ফলাফলে শূণ্য
মিলে আছে নিমিশে।


ভাবি আমি যাব দূরে
হবো মহা পণ্ডিত,
রামায়ণ গেঁটে কেঁটে
লিখি তাই সঙ্গীত।


দূরে কেউ টা-টা দেয়
আমি হাসি কষ্টে,
গাঁধা তবু খেটে খায়
সদা একনিষ্ঠে,


আগে পিছে রথসাথী
সবে যায় এগিয়ে,
আমি একা বসে থাকি
গাঁধাটাকে রাগিয়ে।


কোনমতে বলে বাঁচি
কপালের দোষটা,
সবই ছিল ঠিকঠাক
লেঠা যত শেষটা।