হাসলে তুমি সূর্যমুখী
হাসলে পলাশ ফোটে,
শীতের ভোরে ফুলের হাসি
তোমার চিকন ঠোঁটে।


হাসলে তুমি প্রজাপতি
রঙ্গিন পাখায় ভর,
ফুলের গন্ধে উড়বে হাসি
হাওয়ায় তেপান্তর।


হাসলে তুমি রং ধনু হয়
আকাশ বৃষ্টি ধোয়া,
শরৎ বিকেল মিষ্টি হাসি
হাওয়ায় হাওয়ায় ছোঁয়া।


হাসলে তুমি হাছনে হেনা
গন্ধে মাতাল হাওয়া,
নিঝুম রাতের নীরব হাসি
জোছনা আলো ধোয়া।


হাসলে তুমি উদাস দুপুর
সুরের বাঁশি হারা,
পাশের ছাদে তোমার হাসি
হৃদয় পাগল পাড়া।