আলো ফুরিয়ে সন্ধ্যি নামে, গিরহস্থের ভুলো মন,
পাঠশালাতে শেয়ালের ছুটি, নদীর ওপারে বন।
ভীরু মোরগেরা  পালিয়ে কাঁপে, হাঁটুতে নাই জোর,
বিলাপ করে কাঁদিয়া ডাকে, রঙ্গিন আলোর ভোর।
কিন্তু কিছু গোয়ার মোরগ থাকে,
প্রাঁণের মায়া মুঠোয় পুরে রাখে।
মল্লবন্ধু হওনা তুমি পাহাড় সমান উঁচু,
বৃথা কেন যুদ্ধ বিনে মাথা করি নিচু।
গিরহস্থ বুঝি মর্মব্যাথি খুয়া গেছে বেশ ধানা,
আঘাত খেয়েও বাঁচিয়ে ভালো নিরহ মোরগখানা।
সোনার দ্বীপে, সোনালী মাঠ, ডুবেছে কত বেলা।
লাল মোরগটি আর ফেরেনি, ভেঙ্গেছে কত খেলা,
আজকে দেখি শেয়ালের সভায়, গিরহস্থের পাতা আসন,
গর্তের শেয়াল, পরিপাঠি বেশ পরিধেয় সুভ্র বসন।
আজকে শেয়াল হাতে হাতে নাচে, মোরগের প্রতিদানে,
মিটি মিটি হাসে গর্তের শেয়াল; যখন কাচা ধরে সবে টানে।
গেরহস্থরা আজ বিনিময়ে তাজা সেই মোরগের নামে,
বুকের ছাতি গর্বে ফাঁপে, নগদ বাজার দামে।