রঙ্গের নৌকায় ভেসে ভেসে,
খুঁজি তারে অচিন কে সে।
গড়ায়াছেন নৌকা খানা,
অপরূপে ষোল আনা॥


যখন ভোরে ফুটলো আলো,
নৌকা খানা কে ভাসালো।
কি জানি কি; থামবে কোথা,
পথ ফুরাবে কোন ঘাটে সে॥


দেখে এলাম কত সুন্দর,
দৃশ্য কত বাহ! চমৎকার।
কূল হারিয়ে বেলা শেষে,
কোন দেশেতে নৌকা ভাসে॥