কে তুমি ওখানে বীৎভস্য ভঙ্গিতে দাড়িয়ে?
আমি মানুষ........
একটু আগেই নষ্ট দিঘীর জলে মুখ ধুয়েছি।
তাহলে এখন উপায় কী?
না মানে আমি ইচ্ছে করেই ধুয়েছি
এটা কী করে সম্ভব?
অসম্ভব না তো!
দেখবে একটু পরেই ভালো জলে মুখ ধুয়ে নিব।
আমি আবার ভালো মানুষ হবো!
সেটা আবার কী ভাবে?
সে তুমি বুঝবে না এটা শক্ত ম্যাজিক।
নিজের স্বার্থে সব পারি আমি ।
তোমার কী বিবেক নেই?
লজ্জা করে না তোমার?
রাখ তোমার বিবেক।
এই যে দেখ আমি এখন নষ্ট জলে
মুখ ধুয়েছি তাই বীৎভস্য!
আমি এখন বড় শয়তান
আমি এখন যে কোন নষ্ট কাজ করতে পারি।
একটু পরে আবার ভালো জলে মুখ ধুয়ে
ভালো হয়ে যাবো।
তখন আমার চেয়ে মিষ্টভাষী,
ভালো মানুষ কেউ আছে নাকি!
তোমার ডান হাতে সংবর্ধনা
আর বাম হাতে মারবো ছুড়ি।
হাজার রুপের মানুষ আমি,
আমার চেয়ে নেই কেউ ভালো
নেই বড় শয়তান।