হঠাৎ করেই একটি পেঁচা
উড়ল বাঁশঝাড়ে।
তাই দেখে পাড়ার কাকগুলোর -
বোঝা চাপলঘাড়ে।
শুরু হল কা- কা,
ধীরে, ধীরে কাকের সংখ্যা বাড়ে,  
কাকগুলো সব পেঁচার পিছে
শুরু করল তাড়া
ভয়ে পেঁচাটির লোমগুলো
হলো খাড়া।
বড় অসহায় পেঁচাটি আজ বলল মনে,মনে
আল্লাহ আমার কী অপরাধ? বলে দাও এই ক্ষনে-
আমি তো তোমারি সৃষ্টি
তবুও কেন পড়ছে আমার উপর
এই লান্ঞ্চনার বৃষ্টি!
কাকের চাইতে আমি  আবার
সুন্দরে কীসে কম?
আমি ত নই প্রাণী হত্যার জম।
কাকের মত আমি ত কারো খাবার খাই না কেড়ে।
তবুও কেন ওরা আমায় ফেলতে চাই মেরে।
সত্যগুলো আজ মিথ্যার কাছে
যাচ্ছে খুব সহজেই হেরে।
মানবতা আজ হারিয়ে গেছে
ক্ষমতা,অহংকারের ভীরে।
অন্যের দোষ খোঁজার আগে
নিজের দোষগুলো দেখিনা পিছু ফিরে।।