অঙ্গনা এই যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে
কৃষ্ণ তিমিরে তুমি আলোকিত চাঁদ
তুমি যদি ভালবাস আমায়?
অঙ্গনা এই যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে।
তোমার স্পর্ধায় জলের মাঝে হাঁসগুলো এত চঞ্চল!
মেঘাচ্ছন্ন বিকেলে ফড়িংয়ের উড়া -উড়ি!
অদূরে নীলামা মৃত্তিকা ছুয়েছে যেথায়
ওই নীলিমা ছুয়ে হারিয়ে যেতে ইচ্ছে হয়।
যদি শুধু তোমার স্পর্ধা থাকে এই যৌবনে....
সন্ধ্যার আয়োজনে কফির ধোয়ার মত
তোমাকে নিয়ে উড়ে যেতে বড় সাধ হয়
যেথায় সমস্ত স্নিগ্ধতা মিলিত হয়েছে।
মনে জাগে শুধু সবকিছু আপন করে পাবার উচ্ছাস
যেমন ঝাকানো পানীয় বোতলের মুখ খোলার প্রতিক্রিয়া...
সব যেন সুন্দর হয়ে যায় ,সবাই যেন শুধু ভালবাসার কথা বলে।
অঙ্গনা তুমি এই যৌবনে স্পর্ধা এনে দিয়েছ বলে।।