আমি খাঁটি মানুষ হবো
আত্মসংযমের আগুনে পুড়ে।
যেন সুন্দরের বসবাস থাকে
আমার পুরো হ্নদয় জুড়ে।
বিষন্নতার এই শহর ছেড়ে
চলে যাবো অনেক দূরে।
বিধাতার কাছে চেয়ে নেব
জ্বালাময়ী আত্মসুদ্ধির অসুখ।
নিঃস্বদের মাঝে পাতিয়ে দেব
আমার অঢেল দয়াভরা বুক।
পরম আদরে গ্রহন করবো
তাদের মনে আছে যত দুখ।
পথের ধারে পড়ে থাকা মানুষটির
পুজভরা ক্ষতে হাত বুলাবো
ভালবাসার কোমল পরশে।
অহংকারের অঙ্কুর নষ্ট করবো
মনোরম কথার সরসে।
আপন  করে নেবো, গল্প শোনব
কষ্টে থাকা দরিদ্রদের পাশে বসে।
অনাহারীর মুখে খাবার তুলে দেব
তার মাঝে নিরন্তর সুখ খুজেঁ নেব।
এমন সুখ আর কোথায় আছে ?
জীবনের ভুল সব সুধরে নেব
তাইতো মন আমার আনন্দে নাচে।