একটি গল্প অসমাপ্তই থেকে গেল....
ঠিক যেন রাত্রে উল্কো পিন্ড খসে পড়ল
তার পর কী হলো কেউ জানে না-----
সুভাশী আমাকে অনেক আগেই বলেছিল
তোমার গল্প অসম্পূর্ণ ই থেকে যাবে
কখনো পূর্ণতা পাবে না।
গাঢ় অন্ধকারে ছুটে গিয়েছি সম্পূর্ণার কাছে
পূর্ণতা বলতে ও একটা লেবুর শরবত বানিয়ে খাইয়েছিল!
তবুও লবন দিতে ভুলে গিয়েছিলো
আমি দেখেফেলেছিলাম বলে,
সেটা কোনরকম সম্পূর্ণ হয়েছিল
নাতো সেটাও অস্ম্পূর্ণ থেকে যেত।
অন্ধকার পার হতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম
উঠে দেখি শেষ বিকেলের অপূর্ণ সূর্য।
একটি গল্প অসমাপ্তই থেকে গেল।
বাড়ি থেকে বেরুলেই কোমলমতীর নদী
ডুব দিয়ে সাঁতার কেটে পার হবো
আর কী!কিছুদূর যাবার পর শক্তি কই?
যাওয়া আর হলো না।
ভাসাবতীর বাড়িতে আশ্রয় নিলাম
ও আমাকে কিছু শান্তিও দিয়েছিলো
আমাকে ও পূর্ণ শান্তিতেই বাড়িতে পৌছে দিত?
কিন্তু স্রোতী আমার সেই শান্তিটুকু কেড়ে নিল
অনেক কষ্টে বাড়ি ফিরলাম
একটা গল্প অস্ম্পূর্ণ ই থেকে গেল,
থেকেই যাবে........