আজ রাত্রি তোমারই থাক।
থাকবেই তো----
আজ রজনীকান্ত এসেছে ওই অন্তরীক্ষে
তার মতই প্রভাময় হোক তোমার জীবন।
মুছে যাক সকল তমস্র।
মুখে মৃদু হাসি তোমার...
যেন রজনীকান্ত রাত্রে ঝিলের জলে ফুটে থাকা শতদল।
রজনীকান্ত তার সকল দীপ্তি যেন ঢেলে দিয়েছে তোমার ঠোটে।
আমি অক্ষি মেলে আমার ভাঙ্গা নিকেতনের ছিদ্র দিয়ে দেখি তোমায়।
রজনীকান্তের মত তোমার ললাট ছুয়ে আলিঙ্গন করার বড় অভিলাষ জাগে মনে।
না না ভয় পেয়ো না আমি স্পর্শ করবনা তোমায়।
এই যে শুধুই অভিলাষ!
আমার অভিশপ্ত জীবনের বিজলীর অনলে
হঠাৎ তোমায় পোড়াতে চাই না।
এই যে শুধু ঈপ্সা শুধুই অভিলাষ।