বিকেলের শেষ প্রহরের সেই মুখশ্রী
হঠাৎ বাসস্টপে দুই- তিন মিনিট
চোখ দুটো একই সরলরেখায়,
ভ্রু কুঁচকে একখানা মৃদু হাসি...
যেন গত বলতে কোন দিন নেই!
এই মুহূর্তে ঘটে যাওয়া ছয়টি বছর।
যেন সেই পুরোনো চাহনি, নিরন্তন সুখ
মুখ বেয়ে এখনো ঝরে পড়ছে?
পড়নে আকাশী শাড়ি, নাকে নাকফুল.....
ও যেন নাকফুল না পড়ার বায়না ভুলেই গেছে।
আবহমান গ্রাম বাংলার সবটুকু ঐতিহ্য ওর হাতে।
যেন ও হিন্দু শাস্ত্রে নিরুপমা দেবী।
কতই কিছুই না মনে হয়?
ও ত আরেক পৃথিবীর মানুষ!
ওটা কে মুছে ফেলে দেওয়াটাই বুঝি ভালো।
সব কিছু কী আর মুছে ফেলা যায়?
কিছু সময়ের জন্য হয়তবা ভোলা যায়,
কাছের মানুষ চলে যায়, আরেক পৃথিবী সাজায়।
কিন্তু অন্য পৃথিবীর ভালবাসার ছোয়া গুলো চিরন্তন থেকেই যায়,
ভালবাসাও যেন একটা শক্তি।
তাকে ধ্বংশ করা যায় না।
এ কেবল রুপান্তর!