মুক্ত করো ভয়, মুক্তির মিছিলে
হোক আমাদের পরিচয়।
শোষণ আর শৃঙ্খল, ভেঙ্গে হোক চুরমার  
শ্লোগানে শ্লোগানে পথ চলি  আজ হাত ধরে।
এসো আজ মুক্তির মিছিলে।
এসো আজ মুক্তির মিছিলে।


শোষক আজ সারিবদ্ধ হানিতে চরম আঘাত,
বন্ধু আমি আজো আছো কেন নিরুত্তাপ?
হাজার বছর সহ্য করে আর কতো কাল রবো!
আমার মাটি আমার মা আজ দেশান্তর।
বন্ধু,  এসো আজ মুক্তির মিছিলে
শ্লোগানে শ্লোগানে মুখরিত করি প্রিয় দেশটাকে।