মাঝে মাঝে মনে হয় আমি অদৃশ্য হয়ে গেছি,
কখন বাড়ি আসি আর কখন যাই কেউ খবর রাখে না।
সকলের সামনে থেকেও আমি অদৃশ্য।


আমার মলিন মুখ, ছিন্ন পোশাক কারো দৃষ্টি আকর্ষণ করে না।
খাবার জন্য আমাকে ডাকার প্রয়োজন বহু আগে ফুরিয়ে গেছে।
আমার বেকারত্বের দায় কেউ বহন করতে রাজি না।
সমস্ত ব্যর্থতা যন্ত্রণা আমার উপর চাপিয়ে;
সবাই এক দন্ড শান্তি খুঁজে ফিরছে।


বাবার চোখে ফেরারি আসামি চেয়েও আমি কোন অংশে কম নই।
মায়ের সবচেয়ে বড় রোগের নাম আমার বেকারত্ব।
ছোট বোনের বিয়ের বড় প্রতিবন্ধকতা আমার বেকার পরিচয়।


আমার বেকার পরিচয় শুনে কারো কারো চোখে মুখে শীর্ষ সন্ত্রাসী দেখার অভিব্যক্তি ফুটে ওঠে।
আর আমি পথের ধূলায় নিজেকে লুকাই।