কতোদিন তোমায় দেখিনা,ওগো প্রিয় পাখি সোনা,
তোমাকে ছাড়া এই ধূসর ক্ষণ শুষ্ক মরুভূমি ;
বন্ধি জীবনে বন্ধী না আর অচিন বেমরশুমি,
তুমি প্রতীক্ষিত পারিজাত হয়ে করো আনাগোনা --


চেনা চেনা লাগে অচেনাকে, শুধু শুধু দিনগোনা --
তবুও দিন গুনি প্রহরে প্রহরে, অরণ্যভূমি
জাগে এক পীত কালো মনে, জাগে অনন্ত মৌসুমি,
ক্ষুব্ধ ধরণীর বুকে উদ্ভিদেরা করে  উলবোনা।


কতো দিন শুনি না তোমার 'বউ কথা কও'  ডাক,
কতো দিন বাতাসে ভাসে না ঘ্রাণে ভরা কুমকুম ;
বিরহে আমার দিন কাটে, আসে না তো চোখে ঘুম --
ফিরে এসো সোনা পাখি, করো আমাকে অমিতবাক।


হলুদ বরণে বেনে বউ, ওগো প্রিয় মন পাখি,
আমার মাঝে তুমি, দেখেছি তোমার খঞ্জনআঁখি ।
-------------------------২৬/০৯/২০২০