তোমাকে খুঁজেছি মাতাল মৌমাছি চোখে
দারুশিল্পীর আঁকা গহীন গুহাচিত্রে
পাষাণ পিন্ডারীর রক্তমাখা ছুরিতে
সুবর্ণবণিকের চার্বী চিত্রভানুতে
নূপুর পরা পরীর কান্নার ধ্বনিতে ।


তোমাকে খুঁজেছি উদ্ভাস অম্বর পাড়ে
নকশিকাঁথার নবান্ন সুরবাহারে
গৈরিশ ছন্দে ভরা গাভিন অলংকারে
রূপিনী উর্বশীর স্বচ্ছ উদলা উরে
মঙ্গলার নির্মল মহা মন্দির দ্বারে ।


তোমাকে খুঁজেছি ভরা জলঙ্গীর জলে
বারি ভেজা ষোড়শীর শাড়ির আঁচলে
প্লাবনে ভাসা মরা জোনাকির অনলে
বৃষ্টি ভেজা হরিষ হরিণীর কপোলে
সমীরণে সিক্ত রতির কালো কুন্তলে ।


তোমাকে খুঁজেছি অশ্বত্থামা প্রাণে প্রাণে
সন্তানহারা ধ্রোপদীর অশ্রু বানে
ত্রিকালজ্ঞ কৃষ্ণের মল্লারী মৌন তানে
পঞ্চকন্যার ক্রন্দন ভরা অভিমানে
অভিশপ্ত অশ্বত্থামা হিমালয়ে (আজও) নামে ।


আজও খুঁজি তোমাকে ক্ষুধা-তৃষ্ণা-জলে
ভ্রমি পাহাড় নদী পরাসর অঞ্চলে
হ্নদয় মগজে সৃষ্টির আদি আগমন
পলিগ্রাফ প্রেমে ভাসে সত্য শাঙ্খ্যায়ন ।


তোমাকে খুঁজি গীতা-বাইবেল-কোরানে
হুর-পরী, দানব আর মানব প্রাণে,
আল্লাহ, ঈশ্বর, ভগবান-কতো নাম,
ধর্ম ঘরে থাকো তুমি, ধর্মে জয়গান ।


তোমাকে খুঁজি শত পথে সহস্র জনে,
খোঁজে তো পাইনি ধর্ম ঘরে মুনি মনে,
স্বর্গ-নরক, দোজগ-বেহেস্ত স্মরণে,
খোঁজে তো পাইনি তোকে সহস্র মরণে ।


সবকিছু ছেড়ে নিজেকে ধরেছি জোরে
মগজের আলোর কণা সকল স্তরে,
তবুও নেই, ধূসর বর্ণ হাহাকার
হৃদয় মগজে তুমি, সত্যি নিরাকার ।।