তোমার সাথে প্রথম দেখা গন্ধেশ্বরী
রাতে, ছায়াবাজি চাঁদ ওঠেছে ছোঁয়াচে
হাতে, তামাতুলসী আলপথে কি ধাঁচে
বিপন্ন এক বাসগৃহে খুঁজি ঈশ্বরী!
ধর্মের লেবাস লোবানে দেখি অপ্সরী,
অগুনতি মৃত বিশ্বাস খয়েরী কাঁচে
ভ্রান্ত পথিকেরা ঘুরছে খাণ্ডব খাঁচে---
বন্ধি জীবনে শুধু দেখি ভুবনেশ্বরী।
আমি তো প্রেমিক পাগল কানাই হরি,
তোমায় খুঁজে হয়েছি বিপন্ন আকুল ---
নিশিদিন মনে বীণ বাজে কি যে স্মরি!
হরি!  হরি!  আমি মরি!  ধন্য বনফুল,
ফুটেছ বিজন বনে একাকী হে পরি---
আমাকে পথ দেখাও হে গন্ধগোকুল।।