একটি নগর আছে, স্বচ্ছ ধূসর বরণ ছাপা;
এই নগরেই আমি থাকি, অসীম ফিতায় মাপা।
রাজা নেই রানী নেই, আমি নবীন নগর পাল;
প্রজা নেই দুস্থ নেই, আছে মনোহর মধুকাল।


প্রেম চাইনা তোমার কাছে, আমি প্রেম ভিক্ষু নই;
এই নগরে ময়ূখমালী, আমার প্রাণের সই।
অভ্রভরা গ্রহ আছে, তারা আছে, নদী ভরা জল-
সেই জলেতে শিশির পড়ে, হাসে ঝর্ণা ঝলমল।


পশু-পাখি বনবাসে দূরে, আসছে না আর ফিরে;
বৃক্ষরাজী মরে গেছে সেই প্রাচীন কালের ভিড়ে।  
এই নগরে বিলাপ নেই, আছে হর্ষ বীণে সুখ;
এই নগরে বিরহ নেই, আছে চিত্তগুহা মুখ।


তুমিও আছো এই নগরে যোজন যোজন দূরে,
তোমার সাথে হয় যে দেখা পরান পাখির সুরে।
এই মনে হয় তোরে চিনি, প্রেম দিয়েছিস ঢেলে
পরে দেখি শূন্য আমি, উড়ি মনের পাখনা মেলে।


এই নগরে লোভ লালসা, আহা! চিনে না তো কেউ;  
এই নগরে চারু নদীর ওঠে কত শত ঢেউ।
হিরণ্য এই চিত্তনগর-রূপের কতো বাহার;
এই রূপেতে পাগল হয়ে, আমি মরি বার বার।