লকডাউন চলছে
তাই বন্দী আছি ঘরে,
খেলার মাঠে পারিনা
যেতে, দেখা হবে পরে।


মা বলেছে আর ক’টা
দিন পরে যাবে মাঠে,
খেলা শেষে নাস্তা খাবে
বসে আন্টিদের খাটে।


এখন আমার কষ্ট
লাগে, একা একা থাকি
তোমার কথা এলেই
মনে, ছড়া লিখে রাখি।


অনেক মানুষ মারা
যাচ্ছে ভয়ঙ্কর রোগে,
অনেকে আবার একা
থাকে, কতো কষ্ট ভোগে।


এভাবে আর ক’দিন
কিছুই লাগে না ভালো,
বাবা বলে, রাত শেষে
আসে নব নব আলো।