আমি অন্ধকারের নীরব কান্না শুনে
এখন ঘুমিয়ে আছি খোলা ময়দানে --
বাতাসে বুলিয়ে দেই জাফরান ঘ্রাণ,
রোদের গায়ে মগ্ন ঠোঁটে বাড়িয়ে দেই
জ্বলন্ত চুম্বন--
বৃষ্টির অধরে মাখি নীল নীল আঁখি--
গঙ্গার সিক্ত বসন কেড়ে নেয় দৃষ্টি,
শৌর্যের মতো আকাশ থেকে অবিরাম
পড়ে গুচ্ছ গুচ্ছ বৃষ্টি ---
তুলোর মতো মেঘের চাঁদর জড়িয়ে
থাকে ঘুমন্ত নিথর ময়দানে---
তখন আমি শুধু শুনতে পাই
অজস্র বৃষ্টির বাষ্পীয় শৌর্য সঙ্গীত।