তুমি চলে যেতে চাও, চলে যাও-
একাকী দুপুরে
রোদেরা ঝরে পড়ে – তোমাকে জানায়
বিদায়ী অভিবাদন ।
বাতাসেরা কান পেতে শুনে
ঘুমুরের কান্না-
এক ঝাঁক ঘাসফড়িং বাতাসে বাজায়
দুর্ভিক্ষের ঘণ্টা ধ্বনি :
নবজাত শিশুর মতো কাঁদে
পরিচিত বৃক্ষ বন,
একদল উদোম যুবক রোদে শুকায় তাদের
নরম নরম মন
আমি তখন সপ্তসিন্ধুতে ডুব দিয়ে খুঁজি
ঝাঁক ঝাঁক মৎস্য কন্যা।
(০৭/০৫/২০২০)