শুধু নিঃশব্দ কান্না, রাত জাগা ব্যথা,
হারানোর গল্পে ভিজে মনটা।
তোমার ছোঁয়া, সেই মায়াবী হাসি,
আজো রয়ে গেছে স্মৃতির অলস বাতাসে।
আকাশের তারা কি জানে আমার দুঃখ?
নদীর ঢেউ কি বোঝে এ হৃদয়ের শূন্যতা?
তুমি গেলে, রইলো শুধু ফাঁকা ঘর,
শূন্যতার সুরে বাজে ব্যথার অন্তর।
একদিন হয়তো আমিও হারিয়ে যাবো,
তোমার স্মৃতির ছায়ায় মিলিয়ে যাবো।
তবু এই হৃদয় তোমাকে খুঁজবে,
অন্তিম নিশ্বাসেও তোমায় ডাকবে।