নীল তারা গুলো খসে পড়ছে রোজ-
আমারো ইচ্ছে নেই রাত জেগে এমন স্বপ্নবাজির।
চাঁদ আলো জ্বেলে যায় চাদর টেনে-
আমিও রাখিনি কোন রূপলী সন্ধ্যার খোঁজ!
যারা রোজ হারিয়ে যেতে এসে ফিরে গেল-
আমিও শোক মানায়নি হৃদয়ে না থাকার আহাজারির!


সব থেমে গেলেও অভিমানে চুপ রইব এমন তো নই-
বা চিৎকার করে কান্নার রোলে ভাসবো আশ্রুজল-
আমি ভালবাসায় ভিতু হলেও এমন ভেঙ্গে পড়ব তাও নই।
জীবন সময় ব্যয় করে ফিরবে রোজ ভালোবেসে
ঘৃণায় পূণ্য কুড়ব এমন ভাবনায় গড়াবনা জান্নাত নীড়।


হয়তো অধপতেন শুরু হবে কোন একদিন-
সব অহংকার হয়তো মাটি হয়ে যাবে।
যত পূণ্যের হিসেব জমেছে ভালোবেসে
হয়তো কাউকে চাইতে গিয়ে পাপ হয়ে যাবে। একা-
ভালোবেসে যেয়ে ক্লান্ত হৃদয় খোঁজ তো করবে সঙ্গির!


অতঃপর কেউ ভুল বুঝবে, কেউ কূল খুঁজবে!
কেউ অবহেলায় মূল্য শুধাবে...!
কে না জানে- চাঁদের অবহেলায় আমার চাল ভাঙ্গা নীড়!
নীল তারা গুলো খসে পড়ছে রোজ- দেখছি, তবে,
আমারো ইচ্ছে নেই আর রাত জেগে এমন স্বপ্নবাজির।