জীবন রক্তচোখে ভয় দেখিয়ে যায়।
আমি উথাল সমুদ্র বুকে
ঢেউয়ের জৌলস সাজিয়ে বসে ভাবি-
নির্জন একাকীত্ব সাঙ্গ করা মন কি চাই?


হয়তো সময় বদলে কোন এক সময় সমুদ্র বুকে
সবুজদ্বীপ জন্মনিবে ছুঁড়ে ফেলা পাথরের স্তুপে।
এক সমুদ্র বুকে সেই সবুজ জড়িয়ে রাখব
এমন স্বপ্নে কাল্পনিক সুখে এখন শান্ত-ধীরস্থির।


আঙিনায় রোজ সূর্য উঠে-ডুবে
আমি অবহেলায় দোয়ার-জানালা বন্ধ করে রাখি।
রাত ভোর হতে হতে ঘুম চুরি হয় রোজ
জানিনা এমন একাকীত্বে কি করে বেঁচে থাকি!
অপেক্ষার প্রহর গুণে সময় অপচয় হয় প্রায়।
আমি উথাল সমুদ্র বুকে
ঢেউয়ের জৌলস সাজিয়ে বসে ভাবি-
নির্জন একাকীত্ব সাঙ্গ করা মন কি চাই?