রাত বলে দিন গুণে লোকে-
রাতে লোক তারা গুণে রোজ।
আলোতেই ছুঠে চলা হয়-
রাতে চলে স্বপ্নের খোঁজ।


দিন যদি শুধু থেকে যায়-
ক্লান্তির সুখ হতো মৃত্যু।
রাত যদি চাঁদহীন হতো-
আঁধারের মিলতনা সত্য।


মিথ্যের কারাবাসও হয়-
কালোরাত ভয়ংকর বিদ্যে-
জ্ঞান আহরণে ঘুম চোখ-
জেগে ওঠে লড়তে রোজ যুদ্ধে।