আজকাল আর রাত পুহাতেই ভোর চাইনা-
অন্ধকারে নিজের ছায়াও লুকনো যায়-
এখন আলো দেখলেই ভয় করে-
আর অন্ধকারে ভয় পাইনা। আর চাইনা...


চাঁদ পাহারায় রাত পুহাতে ডাকছেনা মন-
রাত জাগা চোখে দুঃস্বপ্নের ভুল আয়োজন।
আজকাল জোনাকিরাও পাথ দেখিয়ে দেয় না।


চারপাশে সব মেশিন মানুষ রঙিন স্বপ্নে ধরছে বাজি-
টাকায় বেচে-কেনে জীবন সব টাকাতেই হচ্ছে রাজি-
হৃদয় হদয়ে যাচ্ছে জুড়ে টাকার কেনা ময়না!


আর কিছু মন মরছে ধুকে-
টাকায় হেরে যাবার শোকে-
তার হৃদয়ও সবুজ চাইছে-
তার যে আকাশ ছোঁয়া হয়না।


ব্যর্থ কাহন অর্থ জশে- সত্য হলো টাকার বশে-
সবকিছু আজ সাদা-কালো স্বপ্নে ধরা দেয়না!
অর্থ যে সব অনর্থের মূল সত্য বলা যায় না।


সংসারে সুখ টাকায় আসে-
দেখানো যায় কত ভালোবাসা আছে!
সব চাওয়া সুখ টাকায় হয়, টাকা ছাড়া হয়না।


শ্রমের মেশিন রোজ খেটে যায়
রোজ ভোর হলে কাজে হারায়
বেচা-কেনা হচ্ছি রোজ- দিন শেষ হতে চাইনা।
আজকাল আলো দেখলেই ভয় করে আর
অন্ধকারে ডর-ভয় আর হয়না....


মিথ্যে বলছি সবুজ খুঁজি-
শান্তি মানে ভালোবাসা বুঝি-
মিথ্যে এসব নকল স্বপ্ন, সত্য মানতে চাইনা।
আমিও যন্ত্র টাকার মেশিন-
বিগড়ে বসে বাড়াচ্ছি ঋণ-
সত্য বলতে টাকা চাই আর মানুষ হতে চাইনা!


আমিও মানুষ ঘৃণা করি-
মনুষত্বের নিলাম করি-
টাকায় যদি কাঁচের স্বপ্নে হৃদয় মেলে মনের মত
মুখোশে মানুষ মনের মত বায়না... চাইনা...!
আজকাল আর রাত পুহাতেই ভোর চাইনা-
আজকাল আর অন্ধকারকে ভয় পাই না!