আমি কেন ভাঙ্গতে গড়ি কে জানে!
হৃদয় গুলো জুড়তে চেয়ে ঐ খাঁচাতে বন্দি আমি
স্মৃতির কাপন স্বপ্ন মুড়োই আনমনে।
কখন এমন নিঃস্ব হবো?
কোন আগুনে ভষ্ম হবো?
পাপের হিসেব ঘৃণায় করবে দুর্জনে....
কেন আমি ভাঙ্গতে গড়ি কে জানে!!


কোন অভিসাপ আমায় খাবে-
কে ভালবেসেও দংশে যাবে-
এই আশাতেই যাই বুঝি রোজ দিনগুণে।
বলতে পারি শাপ মুছনে দিন ফুরই-
দুঃস্বপ্নের ভয়ে জেগে রাত পুরোই-
পাপ অভিসাপ গ্লানি কুড়োই সব জেনে!


জানি আমার সামনে দেদার কর্মযোগ-
তবুও আমার লোভের ঘড়ায় স্বপ্ন ভোগ-
যে হৃদয় গুলো আকাশ দেখে-
ডেয়ার স্বপ্নে কাব্য লিখে-
আমার কাব্য তাদের জিকির সবখানে।
জানি তাদের হাত ছুঁয়ে যায় অন্য হাত-
আমার সাথে রাত পোহালেয় সুপ্রভাত-
দিনের আলোয় আমাকে আর কে চেনে? (!)
কেন আমি ভাঙ্গতে গড়ি কে জানে! কে জানে!


ফেনী- ০১.১২.২০১৯
রবিবার।