প্রিয়তমা শব্দের যাদুকর হোক
পাশে বসে তার শব্দ গুছনো দেখব।
অনুভুতি গুলো যদি প্রেমময় হয় তবে
সে হয়তো আমার চোখে চোখ রেখে
ভালবাসার আল্পনা খোঁজবে
কোন অনুভুতি এমন রোমান্টিক হবে
পলক উঠিয়ে-নামাতে থেকে হাসবে।
এমন একটি হাসির জন্মকথা-
শব্দের মালা হতে শিখব।
প্রিয়তমা প্রিয় কবি হোক
তার কবিতা চরণ হয়ে থাকবো।।


সে হয়তো বৃষ্টির সুর গুলো বুঝবে
হাওয়া দোলে প্রেম কোথায় খোঁজবে
ভালো লাগা না লাগা-
কেউ থাকা না থাকায়-
ভালোবাসা ঋণ রোজ শোধবে।
ঝড়ঝঞ্ঝায় নিরব-নিবৃত্তে সে
শান্ত-সংযত আকাশের মত হবে।
মেঘ- সে সব উত্তেজনার কারণ হবে।


সে ছোট ছোট ভুল গুলো খুব বুঝবে
ছোট ছোট সুখ গুলোই জীবন খুঁজবে
মেনে নেয়া না নেয়া- বা কথা দেয়া না দেয়া
আর ছেড়ে চলে যাওয়ায় সে দাঁড়ি টানবে।
মায়ার শিকল সে ভালবাসায় বুনবে।


মেয়ে, প্রিয়তমা নিজের মধ্যে ব্যস্ত থাকতে
দেখার সুখ এক প্রেমিক-ই ভালো জানে।
পাশে বসে তার কপালের চুল কানের কাছে
গুছিয়ে রাখার ইচ্ছেয় আকাশের সব দুষ্টো
মেঘ গুছিয়ে রাখাতে হলে তাও সম্ভব-
যদি প্রিয়তমার ব্যস্ততা হয় এমন মগ্ন মনে।
যে ভাববে বলে ভালোবাসে সে ভালোবাসা
বুঝে, সে সারা জাহানের ভালোবাসা শব্দে
গুছিয়ে আমার নীড়ে যদি শ্রান্ত হবে-
তবে প্রিয়তম শব্দ যাদুকর হোক
আমি তার পাশে বসে চুল গুছিয়ে দেব।


(সংক্ষেপিত)