সেটাই তো!
মন্দের সুখ
নেশার মতন।
নকল কাচের
যান্ত্রিক মন!
যাকে বলে
বিষের সুখ
সুখের অসুখ
তৃপ্তির ভোগ,
ভোগের লোভ,
সব অভিযোগ,
অভিমানি মুখ
ইচ্ছের রং
আর
খুব প্রিয় মন।।
ফের ভুল হয়
ভিন্ন দুজন।
জল ছল চোখ
ভুল প্রিয়মুখ
স্মৃতির পাহাড়
কত অভিযোগ
স্তব্ধ গগন!
শূণ্য চোখে
নীল অভিমুখ-
মাটির পাটি
সাহারার বুক
ভুল উদ্যান!!
আরো একবার
নিঃস্বঙ্গতার
নিরবতার
একাকীতের ধ্যান।