কি করি আজ শূন্য খাতা
না ভাবা যায়, না মিলছে কথা!
সবকিছু আজ থমকে আছে যেন!
না স্মৃতি সুখ, না দুঃখের অসুখ,
না জয়ী মন, না হারানোর শোক-
সবকিছু আজ অন্যরকম যেন!!
সবকিছু আজ থমকে আছে কেন?


না অন্ধকার, না মিছিল তারার,
না প্রিয়চাঁদ, বা নূর আলেয়ার-
কোথাও যে মন মজেনি যেন!
সবকিছু আজ থমকে আছে কেন?


না বিরহ, না অভিমান,
কাজ করেনা কোন পিছুটান!
হারিয়ে যা যাবার যাবে যেন!
না প্রেমবিরহ, না ভালোবাসা লোভ,
না অবহেলায় চেপে যাওয়া ক্ষোভ
না পুড়ায়না আর অনল যেনতেন!
সবকিছু আজ থমকে আছে যেন!


না অর্থের অনর্থ লোভ
না বেশি চাই, না কম চাওয়া সুখ!
সাফল্য সুখ টাকায় মাপা কেন?
অর্থই সব অনর্থের মূল!
প্রবাদবাক্যে সরষের ফুল!
টাকায় সুখ চিরসত্য যেন!
অর্থই সকল সুখের মূল মেনো!


কোথাই কমা? কোথাই দাড়ি?
কোথার কথা কোথাই আড়ি?
কোন শূন্যের সিংহাসনে
কোন রাজ্য লুপাট করি?
স্বপ্নে দেখেই স্বপ্ন ভাঙ্গা কেন?


রোজ লড়ে যাই, রোজ হেরে যাই
রোজ দাঁড়িয়ে শপথ শেখাই
জিততে হবেই জিৎব এবার মেনো।
মনে সাহস সঞ্চয় থাক
ভুলে যাও সব গ্লানি-অভিশাপ
অবহেলার জবাব দিত জানো?


এখনো অনেক শেখার বাকি
আজো জীবন ষোল আনায় ফাঁকি!
আসল-নকল  সোনা-পিতল চেনো?
এবার তবে শোন সত্য
মানো সত্য, পুঁজো সত্য
চাতুর্যের সুখ বিষের বাঁশি, জানো?


বুদ্ধিজীবির সৎ যুক্তি
সত্য শপথ মানেই মুক্তি
সব শূন্যতা পূর্ণতা পাবে মানো।
সত্যের পথ পিছল ভারি জেনো।
থমকে থাকায় থমকে যাওয়া কেন?
যাও মন, শূন্য খাতার বর্ণ খোঁজে আনো।