কে বললো আমার পৃথিবীতে জন্ম হয়েছে?
না এটা আমার পৃথিবী নয়!
যদি তাই হতো- হতো অবাদ বিচরণের-
আমার স্বাধীনতাও হতো নির্ভয়!
আমর জন্ম কোন এক দেশে, কোন জেলায়-
কিংবা কোন এক পাড়া-মহল্লা বা সমাজে-
না হয়তো কোন পরিবারে, যদি একেবারে-
নিশ্চিত করে বলি কোন নারীর উদরে!
এরপর তো ইতিহাস- আমি মানুষ কখনো-
সীমানার কাঁটাতারে মরে পঁচি তো কোন সীমান্ত
পেরিয়ে হই উদ্বাস্তু! এই জন্মও তো জীবন অপচয়!
এখন পৃথিবীতে পশুর জন্য অভয়ারণ্য থাকলেও-
এই পৃথিবীতে মানুষেরই নেই শেষ আশ্রয়!