মাঝে মাঝে খারাপ লাগে অন্য ভাষা জানিনা-
ইংরেজীতে গৌরব গাঁথা গুছিয়ে বলেতে পারিনা।
আমি তো আর স্মার্ট নই, কথার ফাঁকে ইংরেজি কই?
আমার সব তো সরল বাংলা-
তাই শেয়ার করাও সাজেনা।
মাঝে মাঝে খারাপ লাগে অন্য ভাষা জানিনা।


অারো বেশি খারাপ লাগে মাতৃভাষা আঞ্চলিক-
স্ট্যান্ডার্ড বজায় রাখতে উচ্চারণেও দিক্বিদিক-
বুঝে শোনে বলতেও সে গেঁও ভাবটা ছাড়েনা!
মাঝে মাঝে খারাপ লাগে ভাষার ভাষা বুঝিনা।


আমার কাছে শব্দখেলা বর্ণমালা অ অা ই-
ব্যাকরণের ধার ধারিনা যা মনে হয় তাই লিখি-
স্বাচ্ছন্দ্যের ছন্দ-ছড়া ছন্নছাড়া কবিতায়-
ডায়েরী ভাজে ধুলোই চাপা স্মৃতির গল্প ঘুম পাড়ায়।
সাজায়-গুছায় শব্দরসে কাব্যরস ছড়াইনা-
মাঝে মাঝে খারাপ লাগে চরণে ভাব জড়ায়না।


তবুও আমি গৌরবিত ইতিহাসের বায়ান্নে-
ভাষার মর্ম বুঝতে পারি গ্রামবাংলার নবান্নে-
মাতৃভাষা মায়ের ভাষা প্রথম মুখের সে বুলি-
কেমন করে মনের ভাষা প্রাণের ধ্বনি যাই ভুলি?
গেঁও টানটা অটুট থাকুক ঠোঁটের ভাষা বেঁচে থাক-
যে ভাষাটা লিখাও নেই হৃদয় দাগ কেটে যাক।
মাতৃভাষা যে ভাষা হোক তা ভুলা যে মানায় না।
মাঝে মাঝে খারাপ লাগে ভাষার মর্ম বুঝিনা।


"সব মাতৃভাষা নিরাপদ থাকুক, অন্তরে অটুট থাকুক।"